'আরও ৪ বছর জেল খাটতে হবে অনুব্রত মণ্ডলকে, তার পর…'
হিন্দুস্তান টাইমস | ১৫ অক্টোবর ২০২৪
পুজো মিটতেই জেলমুক্তির পর ফের রাজনীতির ময়দানে নামতে চলেছেন অনুব্রত মণ্ডল। বুধবার থেকে বিজয়া সম্মিলনীতে যোগদান করার তাঁর। আর ঠিক তার আগে অনুব্রতর ফের জেলযাত্রার জল্পনা উসকে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে দাবি করলেন, ইডির তদন্তের পর অনুব্রত কার্যত কপর্দকশূন্য।
সোমবার সিউড়িতে দলের বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখার সময় শুভেন্দুবাবু বলেন, ‘এখানকার তৃণমূলের জেলা সভাপতি ২ বছর জেল খেটে এসেছেন। অনুব্রত মণ্ডলকে যে ধারায় গ্রেফতার করা হয়েছিল তাতে ৬ বছরের জেল হয়। তিনি ২ বছর জেল খেটেছেন, আরও ৪ বছর জেল খাটতে হবে। মাঝখানে বিরতি। এর মধ্যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি খুলতে পারেননি, পারেন না। কোনও সম্পত্তি আপনি কিনতেও পারবেন না, বেচতেও পারবেন না। আপনাকে এখন টাকা চেয়ে বেড়াতে হবে। কাজল তুই কিছু দে, বিকাশ তুই কিছু দে….। তাই বিচলিত হওয়ার কারণ নেই।’
শুভেন্দুবাবুর হুঁশিয়ারি, ‘এতো সবে শুরু। এখনও অনেক বাকি আছে। ভোট পরবর্তী হিংসায় এই জেলায় ৫ জনের মৃত্যু হয়েছিল। মহিলাদের ধর্ষণ করা হয়েছে, নিগ্রহ করা হয়েছে। তপশিলি জাতি ও উপজাতির মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। অনেকে জেলে আছেন। যাদের চক্রান্তে এই খুন হয়েছে তাদের ডেকেছিল। রানা সিংকেও ডেকেছিল। কেউ গেছেন, কেউ যায়নি। ওই মামলাগুলোর একটারও ফাইনাল চার্জশিট হয়নি। বগটুইও সিবিআইয়ের হাতে। সেখানেও সিবিআই যে কোনও দিন সাপ্লিমেন্টরি চার্জশিট দিতে পারে।’
এমনকী মহম্মদবাজারে জিলেটিন স্টিক উদ্ধারেও অনুব্রতর নাম রয়েছে বলে সতর্ক করেন তিনি। বলেন, ‘৮১ হাজার জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় অনেকে জেলে আছে। কেষ্টবাবুর নিরাপত্তারক্ষী সায়গলকে তিহাড়ে গিয়ে জেরা করা হয়েছিল। NIA কী করবে আমি জানি না।’