কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল মামলা
হিন্দুস্তান টাইমস | ১৫ অক্টোবর ২০২৪
জুনিয়র চিকিৎসকদের ডাকা ‘দ্রোহের কার্নিভাল’ বন্ধ করতে পুলিশের জারি জমায়েতে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। প্রধান বিচারপতির নির্দেশে জুনিয়র ডাক্তারদের এই মামলা গ্রহণ করেছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরেই বিশেষ অবকাশকালীন বেঞ্চে হবে মামলার শুনানি।
জুনিয়র ডাক্তারদের ‘দ্রোহের কার্নিভাল’ রুখতে সোমবার সন্ধ্যায় ধর্মতলা, রানি রাসমণি রোড, ডরিনা ক্রসিংসহ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ। এক নির্দেশিকায় সেকথা জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এর পর মঙ্গলবার সকালে পুলিশের পদক্ষেপের কথা জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেল করেন জুনিয়র ডাক্তাররা। সেই ইমেইলের ভিত্তিতে ১৬৩ ধারা আরোপকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
অনুমতি পেয়ে জুনিয়র ডাক্তাররা মামলা দায়ের করলে শুনানির জন্য বিশেষ অবকাশকালীন বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। বিচারপতি রবি কিশান কাপুরকে মামলার শুনানির দায়িত্ব দেন তিনি। আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ এই বেঞ্চে জুনিয়র ডাক্তারদের আবেদনের শুনানি হবে। নিজেদের ঘোষিত কর্মসূচি পালনে অনড় জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানিয়েছেন, শাসক বিরোধিতার কণ্ঠ রোধ করার চেষ্টা করবেই। তাতে কর্মসূচি বন্ধ থাকবে না। ওদিকে ১৬৩ ধারা জারি হতেই মঙ্গলবার সকাল থেকে ধর্মতলার চত্বরের বিস্তীর্ণ এলাকা ব্যারিকেড করে ঘিরে রেখেছে কলকাতা পুলিশ।
বলে রাখি, এর আগে এক মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শহরে পাইকারি হারে ১৬৩ ধারা জারিকে ভর্ৎসনা করে। আদালত জানিয়েছিল, এভাবে ১৬৩ ধারা জারি করা যায় না।