• দিওয়ালি-কালীপুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান! কতদিন মিলবে ছুটি?
    প্রতিদিন | ১৬ অক্টোবর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের বিদায়ে বাতাসে বিষাদ। তবে দশভুজার বিদায় ঘণ্টার সঙ্গে সঙ্গেই যেন বেজে ওঠে মা ভবতারিণীর আগমন ধ্বনি। আর মাত্র সপ্তাহ দুয়েকের অপেক্ষা, তার পরই দেবী চামুণ্ডার পুজো। কালীপুজোর সময় রয়েছে ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা, দ্বীপান্বিতা লক্ষ্মীপুজোও। আলোর উৎসবে মেতে উঠবে বাঙালি।

    দীপাবলি ও কালীপুজো মিলিয়ে কদিন ছুটি পাবেন হিসাব করেছেন? না করলে দেখে নিন কবে, কবে ছুটি পড়েছে।

    এবার দীপাবলি ও কালীপুজো ভাইফোঁটা মিলিয়ে মোট চারদিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। দেশজুড়ে টানা পাঁচদিন চলবে দীপাবলি উৎসব। তাঁর মধ্যে কার্তিক মাসে ত্রয়োদশী তিথিতে পালন করা হবে ধনতেরাস। যা পড়েছে ২৯ অক্টোবর। পরের দিন বুধবার রয়েছে ভূত চতুর্দশী। দীপাবলির তৃতীয় দিন কার্তিক অমাবস্যার পূণ্য তিথিতে ৩১ তারিখ হবে মা কালীর আরাধনা। ভাইফোঁটা রয়েছে ৩ নভেম্বর।

    এই দিনগুলোর মধ্যে কালীপুজোর দিন ৩১ তারিখ বৃহস্পতিবার ছুটি থাকবে। পুজোর পর দিন ১ তারিখও বন্ধ থাকবে সরকারি অফিস। শনিবার অনেক সরকারি অফিস হাফ বেলা হয়। আবার কিছু অফিসে ছুটিও থাকে। ৩ নভেম্বর রবিবার, ভাইফোঁটা। সেই দিন এমনিই ছুটি। তার পর দিন ৪ তারিখও ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সব মিলিয়ে ৪ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
  • Link to this news (প্রতিদিন)