ঘোষণা হল পুজোর 'সেরা গান', গীতিকার ও সুরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
আজকাল | ১৫ অক্টোবর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পুজো উপলক্ষে সেরা গান হিসেবে ঘোষণা করা হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা গান। গানটি হল 'আমার আড়ালে, আমার আবডালে'। গীত রচনা ও সুর সৃষ্টি দুটোই করেছেন মুখ্যমন্ত্রী। গানটি গেয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোডে রাজ্য সরকারের তরফে যে কার্নিভালের আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেই কার্নিভালের মঞ্চ থেকেই এই গানটি সেরা পুজোর গান বলে ঘোষণা করা হয়।
প্রতি বছর দলীয় মুখপাত্র 'জাগো বাংলা'র শারদীয়া সংখ্যা প্রকাশের সঙ্গে নিজের গানের অ্যালবাম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবছর প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা 'অঞ্জলি' নামের গানের একটি অ্যালবাম। ১০টি গান বিশিষ্ট এই অ্যালবামে গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, নচিকেতা, ইন্দ্রনীল সেন, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, দেবজ্যোতি বসুর মতো নামী শিল্পীরা। সেই অ্যালবামেরই একটি গান এবার পুজোয় সেরা গান বলে বিবেচিত হওয়ায় স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরে খুশির হাওয়া।