• জেলায় প্রতিমা নিরঞ্জনে ডিজের দাপট ঠেকাতে পারল না পুলিস
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনে ডিজের দাপট আটকানো গেল না। বীরভূমের সর্বত্র পুলিসের সামনেই দেদার ডিজে বাজল। যার শব্দমাত্রা ১০০ ডেসিবেল ছাড়িয়ে যায়। কোথাও কোথাও আবার রাত ১২টার পরও মাইক বাজানোর অভিযোগ উঠেছে। তবে পুলিসের দাবি, আইন লঙ্ঘন করলে আইনি পথেই ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে পুজো কমিটি, সাউন্ড সিস্টেম মালিক-সবাই সমস্যায় পড়তে পারেন।

    জেলা পুলিসের এক আধিকারিক বলেন, ডিজে বাজানোয় নিষেধাজ্ঞা সব জায়গাতেই রয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রত্যেককে বারবার সতর্ক করে দেওয়া হয়েছে।

    সোমবার রাত পর্যন্ত সরকারিভাবে কার্নিভাল আয়োজন হয়েছিল। সিউড়ি, বোলপুর, লাভপুরে প্রশাসনিক উদ্যোগে কার্নিভাল হয়। কিন্তু তা ছাড়াও বিভিন্ন বিগ বাজেটের পুজো নিজেদের মতো করে প্রতিমা নিরঞ্জন করে। যেমন, সিউড়ি শহরেই সোমবার বিভিন্ন নামী পুজো কমিটি আলাদাভাবে প্রতিমা নিরঞ্জন করে। এজন্য সন্ধ্যা থেকেই শহরের একদিকে যান চলাচলপ্রায় বন্ধ হয়ে যায়। সেই নিরঞ্জন শোভাযাত্রায় বিভিন্ন বাদ্যযন্ত্র বাজলেও ডিজের দাপটও দেখা যায়। পুলিসের সামনেই বিকট শব্দে মাইক বাজানো হয়। কখনও কখনও মাইকের শব্দ ১৩০ ডেসিবেলও পেরিয়ে যাচ্ছিল। বিশেষত বিগ বাজেটের পুজো আয়োজকদের বিরুদ্ধেই এই অভিযোগ সবচেয়ে বেশি।

    সোমবারের মতোই মঙ্গলবারও বেশ কয়েকটি বিসর্জনের শোভাযাত্রা হয়। তবে তার আগে প্রতিটি পুজো কমিটিকে পুলিস নির্দেশ দেয়, নিরঞ্জনে ডিজে একেবারেই চলবে না। নিষেধ অমান্য করলে ভিডিও ফুটেজের সূত্র ধরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, সরকারি নিয়মে নিরঞ্জনের দিনক্ষণ পেরিয়ে গিয়েছে। তাই উদ্যোক্তাদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)