• চিকিৎসকদের অনশন মঞ্চে উঃবঙ্গ মেডিক্যালের সুপার
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আরও এক অনশনরত জুনিয়র ডাক্তার শৌভিক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার আইসিইউতে ভর্তি করা হল। এর আগে  ভর্তি করা হয়েছিল ডাঃ অলোক ভার্মাকে। এদিকে, এদিন আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানিয়ে প্রতীকী অনশনে বসেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডাঃ সঞ্জয় মল্লিক। এদিন দেশজুড়ে প্রতীকী অনশনে বসেছিলেন চিকিৎসকরা।  যে ১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তাররা অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন তারমধ্যে প্রধান দাবি হল নিরাপত্তা। ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, জুনিয়র ডাক্তারদের সমর্থন জানিয়েই এদিন প্রতীকী অনশনে যোগ দিই। এদিকে, এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চের সামনে আসেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। আন্দোলনকারীদের থেকে অভ্যর্থনা না পাওয়ায় তিনি মঞ্চের বিপরীতে নাগরিক মঞ্চের তাঁবুতে কিছুক্ষণ বসেন। সেখানে আইএমএ’র সদস্য চিকিৎসকরা তাঁর সঙ্গে কথা বলেন। সেখানে ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। 
  • Link to this news (বর্তমান)