• অষ্টমীতে জলপাইগুড়িতে চুরি যাওয়া গয়না উদ্ধার, ধৃত ১
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাড়ার মণ্ডপে অষ্টমীর পুজো দিতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, বাড়িতে চুরি হয়ে গিয়েছে। আলমারি ভেঙে সোনার গয়না ও টাকাপয়সা হাতিয়ে নিয়ে পালিয়েছে দুষ্কৃতী। ঘটনায় জলপাইগুড়ি শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা বসু ঠাকুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে টোটোন সরকার নামে একজনকে গ্রেপ্তার করে পুলিস। আদালতের নির্দেশে তাকে তিন দিনের হেফাজতে নিয়ে জেরা চালায় পুলিস। অবশেষে মঙ্গলবার তার কাছ থেকে উদ্ধার হল চুরি যাওয়া সোনার গয়না। 

    জলপাইগুড়ির পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত বলেন, অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিস। দ্রুততার সঙ্গে তদন্ত চালিয়ে একজনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে চুরির গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। 
  • Link to this news (বর্তমান)