সংবাদদাতা, হবিবপুর: দু’টি টোটোর মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং চার জন জখম হয়েছেন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের হাপানিয়া মোড় রাজ্য সড়ড়ে। ঘটনায় গুরুতর জখম হন টোটোর চালক সহ পাঁচ যাত্রী। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তপন সিং (৭৪) নামে এক বৃদ্ধ যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জখম চার জনের চিকিৎসা চলছে। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া দু’টি টোটোকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিস।