• সাগরদ্বীপের গ্রামে লক্ষ্মীপুজোই বয়ে আনে শারদোৎসবের আমেজ
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: দুর্গাপুজো নয়, সাগরদ্বীপের খানসাহেব আবাদ এলাকায় শারদোৎসবের যাবতীয় আনন্দ বয়ে আনে লক্ষ্মীপুজো। কারণ, এই মৌজায় কোনও দুর্গাপুজো হয় না। দুর্গা ঠাকুর দেখতে গেলে প্রায় পাঁচ কিলোমিটার দূরে যেতে হয় বাসিন্দাদের। তাই দুর্গাপুজোর ক’দিন পর তাঁরা ধুমধাম করে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করেন। এই উপলক্ষ্যে খানসাহেব আবাদ সুদর্শন মোড়ের মাঠে পাঁচদিন ধরে মেলা চলে। কোজাগরী শব্দের অর্থের সঙ্গে সাদৃশ্য রেখে এই মেলার নাম দেওয়া হয়েছে ‘জাগরণ উৎসব’। মেলায় প্রতিদিন সাগরদ্বীপের কয়েক হাজার মানুষ যোগ দেন। মেতে ওঠেন উৎসবে। 

    পূজো মণ্ডপের সামনে বিভিন্ন উপায়ে সমাজের অন্ধকার দিকগুলির বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরা হয়। অপসংস্কৃতি ও কুসংস্কারের বিষয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নেন আয়োজকরা। সেই সঙ্গে সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গকে শ্রদ্ধা জানানো হয়। এবছর এই লক্ষ্মীপূজার মণ্ডপে প্রয়াত শিল্পপতি রতন টাটার জীবনী ও কর্মকাণ্ডকে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে মণ্ডপ থেকে। পূজা কমিটির সম্পাদক স্বদেশ মণ্ডল বলেন, ‘এই পুজো এবার ৩১তম বর্ষে পদার্পণ করল। এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আনন্দে মেতে ওঠেন আমাদের পুজোয়। উৎসবের পাঁচ দিনই বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা থাকে। সামাজিক উন্নয়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।’
  • Link to this news (বর্তমান)