• পুলিসের জালে ২ ছিনতাইকারী
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই করেও শেষ রক্ষা হল না। পুলিসের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটে দেশি পাইপগান ও ১৩ রাউন্ড কার্তুজ। ঘটনাটি ঘটেছে চাকদহ থানার হরিআঁখি এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ১২ অক্টোবর রাতে তিন বন্ধু ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন। তখন তাঁদের পথ আটকায় তিন দুষ্কৃতী। বন্দুক ঠেকিয়ে তাঁদের মোবাইল ফোন ও বাইক নিয়ে পালিয়ে যায়। অভিযোগ পালানোর সময় শূন্যে গুলিও ছোড়ে দুষ্কৃতীরা।

    ঘটনার পর চাকদহ থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবকরা। তদন্ত নেমে পুলিস তিনজনের মধ্যে দু’জন দুষ্কৃতীকে ধরে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। বাকি একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। ধৃত দু’জনের নাম সুদীপ বিশ্বাস ও শুভজিৎ সরকার। তাঁদের বাড়ি দরাপপুর এলাকায়। এদিন কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। আপাতত পুলিস তিন নম্বর দুষ্কৃতীকে গ্রেপ্তার করা ছাড়াও ছিনতাই হওয়া বাইক 

    ও মোবাইল উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।
  • Link to this news (বর্তমান)