• ক্যানিং হাসপাতালে চালু হচ্ছে ডায়ালিসিস পরিষেবা
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং মহকুমা হাসপাতালকে ঘিরে এলাকাবাসীদের দীর্ঘদিনের এক দাবি পূরণ হচ্ছে। সেখানে চালু হচ্ছে ডায়ালিসিস ইউনিট। পিপিপি মডেলে এটি তৈরি করা হয়েছে। বর্তমানে সেখানে পরিকাঠামগত কিছু কাজ বাকি আছে। শীঘ্র তা শেষ হবে এবং তারপরেই রোগীরা এই হাসপাতাল থেকে ডায়ালিসিস পরিষেবা পাবেন। হাসপাতালের সুপার ডাঃ পার্থসারথি কয়াল বলেন, এই ইউনিট শুরু হয়ে গেলে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষকে আর কলকাতায় বা অন্যান্য দূরবর্তী বেসরকারি হাসপাতালে যেতে হবে না। এলাকাবাসীদের বহুদিনের দাবি অবশেষে মিটতে চলেছে। 

    জানা গিয়েছে, ডায়ালিসিস ইউনিটে থাকবে পাঁচটি বেড। ইতিমধ্যে সব মেশিন চলে এসেছে। যে ঘরে এটি চলবে, সেটিও প্রস্তুত। বর্তমানে কিছু বৈদ্যুতিক কাজ বাকি রয়েছে। সেটা এখন জোরকদমে চলছে। এই হাসপাতালের উপর নির্ভরশীল ক্যানিং ১, ২, বাসন্তী, গোসাবা সহ আশপাশের বহু গ্রামের মানুষ। কিডনির সমস্যাজনিত রোগ নিয়ে অনেকেই এখানে আসেন। কিন্তু যেহেতু ডায়ালিসিস করার ব্যবস্থা নেই, তাই তাঁদের কলকাতা বা অন্যত্র রেফার করে দেওয়া হয়। এতে রোগীর চিকিৎসার খরচ যেমন বাড়ত, তেমনই  বাড়ির লোকেদের ঝক্কিও বেড়ে যেত। পাশাপাশি এই অঞ্চলে বর্ষার সময় সাপে কাটা বহু রোগী আসেন। কিছু কিছু ক্ষেত্রে অবস্থার এতটাই অবনতি হয় যে সেই আপৎকালীন পরিস্থিতিতে ডায়ালিসিস করার দরকার পড়ে। কিন্তু সেই পরিষেবা দেওয়া যেত না বলে তাঁদেরকে অন্যত্র রেফার করে দেওয়া হতো। এবারে সেই সমস্যাও মিটবে বলে আশাবাদী হাসপাতালের চিকিৎসকরা। সুপারের বক্তব্য, ডায়ালিসিস সংক্রান্ত ক্ষেত্রে এই হাসপাতাল থেকে রেফার করার প্রবণতা কমবে।
  • Link to this news (বর্তমান)