• ধূলাগড়ে চলন্ত লরিতে আগুন, ছাই লক্ষাধিক টাকার সামগ্রী
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলবার বিকেলে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের ধূলাগড় ব্রিজের কাছে আচমকা একটি পণ্যবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পান লরিচালক ও খালাসি। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই লরিতে থাকা প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে গিয়েছে।

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলমপুর থেকে দাঁতের ব্রাশ, মাজন সহ বিভিন্ন ধরনের সামগ্রী বোঝাই করে ওড়িশার দিকে যাচ্ছিল লরিটি। বিকেল সাড়ে ৫টা নাগাদ ধূলাগড় ব্রিজের কাছে আসতেই হঠাৎ লরির ইঞ্জিনে আগুন ধরে যায়। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে লরিটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে নেমে পড়েন চালক ও খালাসি। মুহূর্তের মধ্যে আগুন পুরো লরিটিতে ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য লরিতে থাকা সব সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় ১৬ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজট হয়। সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। পরে ক্রেনের সাহায্যে দগ্ধ লরিটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)