• বিসর্জনে নদীর দূষণ রোধে বিশেষ উদ্যোগ
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দুর্গাপুজোর পর সোমবার থেকেই উলুবেড়িয়া বিভিন্ন ঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে। এই নিরঞ্জনে নদী দূষণ আটকাতে গতবারের মতো এবারও বিশেষ উদ্যোগ নিল উলুবেড়িয়া পুরসভা। পুর কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি পরিবেশপ্রেমীরা। বিভিন্ন ওয়ার্ডে যেসব দুর্গাপুজো হয়, তার মধ্যে সিংহভাগই নিরঞ্জন হয় হুগলি নদীতে। পাশাপাশি উলুবেড়িয়া পুরনো হাসপাতাল মাঠ এবং উলুবেড়িয়া কালীবাড়ি ঘাটেও প্রতিমা ভাসান হয়। নদীতে প্রতিমা নিরঞ্জনের আগে ফুল, বেলপাতা সহ পুজোয় ব্যবহৃত অন্যান্য উপকরণ নদীর পাড়ে ফেলার ব্যবস্থা করেছিল পুরসভা। নিরঞ্জনের পর নদী থেকে দ্রুত কাঠামো তোলার ব্যবস্থাও রাখা হয়েছিল। দু’টি ঘাটে পুরসভার আধিকারিকরা ছাড়াও সাফাই বন্ধুরা উপস্থিত ছিলেন। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান বলেন, প্রতিমা নিরঞ্জনের কারণে যাতে নদী দূষণ না হয়, সেদিকেই আমাদের লক্ষ্য থাকে। সেকারণে আগাম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)