• মেরামত করার সময় বাঁধে ধস, জেসিবি পড়ে গেল নদীর গর্ভে
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: বাঁধ মেরামত করার সময় হঠাৎই বিপত্তি। বাঁধের মাটি ধসে গিয়ে জেসিবি পড়ে গেল নদী গর্ভে। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন জেসিবির চালক। কোনওক্রমে তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। তবে খবর লেখা পর্যন্ত জেসিবিটিকে জল থেকে তোলা যায়নি। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে নামখানার নারায়ণগঞ্জে হাতানিয়া দোয়ানিয়া নদী বাঁধ মেরামত করার কাজ চলছিল। একটি জেসিবি নিয়ে চালক অন্য জায়গা থেকে মাটি কেটে এনে নদী বাঁধে দিচ্ছিলেন। তখনই হঠাৎ বাঁধে ধস নামে। পাশে থাকা জেসিবি নদীতে পড়ে যায়। খবর পেয়ে গ্রামবাসীরা চলে আসেন। সেচদপ্তরের কর্মী ও গ্রামবাসীরা একসঙ্গে বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন। ঘটনাস্থলে পুলিসকর্মীরাও রয়েছেন।

    এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা রামহরি মণ্ডল  বলেন, দীর্ঘদিন ধরে এই নদী বাঁধ মেরামতের কাজ চলছে। এদিন বিকেলে একটি জেসিবি কাজ করছিল। সেই সময় হঠাৎই বাঁধের প্রায় ১২০০ মিটার এলাকা জুড়ে ধস নামে। পূর্ণিমার কটালে নদীর জল বাড়লে গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নদী বাঁধের পেছনে ধানের জমি রয়েছে। ধানও প্রায় পেকে গিয়েছে। এই সময় জমিতে নোনা জল ঢুকে গেলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে গ্রামবাসীদের। তাই গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। রাতে আলো জ্বালিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)