লাউদোহা থানার আরতি গ্রামের পাশেই দুর্গাপুর বিমানবন্দর। ওই এলাকায় জমি কেনাবেচার কারবারকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। স্থানীয়দের অভিযোগ, ওই জমির কারবারিদের দুই পক্ষের মধ্যে টাকা নিয়ে প্রায়শই অশান্তি হয়। অভিযোগ, এদের কাছে আগ্নেয়াস্ত্র, বোমা মজুত থাকে সর্বদা। মঙ্গলবার রাতে একপ্রস্ত গন্ডগোল হয়েছিল। তাতে দুই দলই বোমাবাজি শুরু করে। গ্রামবাসীরা বলছেন, নিত্যদিন এমন অশান্তিতে তাঁরা অতিষ্ঠ। তবে মঙ্গলবার রাতে যে ভাবে বোমাবাজি হয়েছি, তাতে সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন।
ওই ঘটনা নিয়ে ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ইতিমধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এখনও অভিযান জারি। তদন্ত করে দেখা হচ্ছে, কী কারণে ওই ঘটনা ঘটল।