• মানিকচকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য
    বর্তমান | ১৬ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, মানিকচক: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল মালদহের মানিকচকে। আজ, বুধবার সকালে মানিকচক গ্রামীণ হাসপাতালে এই ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শফিকুল ইসলাম(৩৫)। তিনি মানিকচক থানার বড়বাগান দক্ষিণতরাবালির টোলার বাসিন্দা।   

    জানা গিয়েছে, বুধবার ভোরে সামান্য জ্বর নিয়ে শফিকুলকে হাসপাতালে ভর্তি কারনো হয়। এরপর চিকিৎসা শুরু হতেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই শফিকুলের মৃত্যু হয়েছে। এরপরই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের লোকজনেরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তবে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানোর চেষ্টা করলে পুলিস আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিস সূত্রে খবর। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
  • Link to this news (বর্তমান)