• ভয়ংকর! ভূতের ভয়ে সারাবছর জনশূন্য থাকে গ্রাম, শুধু লক্ষ্মীপুজোর দিনই সেখানে...
    ২৪ ঘন্টা | ১৬ অক্টোবর ২০২৪
  • বাসুদেব চট্টোপাধ্যায়: এক সময়ে ভূতের আতঙ্কে পুরো গ্রামের লোক ঘরছাড়া হয়ে আশ্রয় নিয়েছিলেন অন্যান্য গ্রামে। এমনই কথা রটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির বেনা গ্রাম নিয়ে। 

    এই গ্রামে কয়েক বছর আগে বহু মানুষ বসবাস করতেন। প্রায় কুড়ি বছর আগে বেনা গ্রামের বাসিন্দারা এক-এক করে ঘরছাড়া হয়ে যেতে থাকেন। কেন? ভূতের ভয়ে। শোনা যায়, সেই গ্রামে নাকি ভূত ভর করেছে। সেই ভয়ে ঘর ছাড়ার ফলে বেনা গ্রামের সমস্ত বাড়ি ধীরে ধীরে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। 

    তবে ঘর ছাড়া হয়ে গেলেও বছরে একবার একদিনের জন্য জমায়েত হন সমস্ত গ্রামবাসীরা। সেই দিনটি হচ্ছে লক্ষ্মীপুজোর দিন। কারণ, এখানে রয়েছে তাঁদের লক্ষ্মীমন্দির। বহু পুরনো তাঁদের এই লক্ষ্মীমন্দির। তবে, এই বছর নতুন রূপে তৈরি করা হয়েছে এটি। আর সেই নতুন মন্দিরে এবার ধুমধাম করে হচ্ছে লক্ষ্মী পুজো।

  • Link to this news (২৪ ঘন্টা)