• চিকিৎসককে হেনস্থার প্রতিবাদ, পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আবেদন
    এই সময় | ১৬ অক্টোবর ২০২৪
  • রেড রোডে পুজো কার্নিভালে ডিউটিরত চিকিৎসক তপোব্রত রায়কে মঙ্গলবার থানায় ধরে নিয়ে যায় পুলিশ। তার প্রতিবাদ জানালেন কলকাতা পুরসভার চিকিৎসকদের একাংশ। পুলিশকে ৪৮ ঘণ্টার ক্ষমা চাওয়ার দাবি তুলে তাঁরা ক্ষোভ প্রদর্শন করলেন কলকাতা পুরসভায়।বুধবার কলকাতা পুরসভায় স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা উপস্থিত ছিলেন। তাঁদের কাছেই নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন চিকিৎসকরা। তাঁদের সঙ্গে ছিলেন চিকিৎসক তপোব্রত রায়ও। তাঁদের দাবি, পুলিশকে তপোব্রতর কাছে দুঃখপ্রকাশ করতে হবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে।

    পুলিশ কোনও পদক্ষেপ না করলে আগামীতে তাঁরা আইনি পদক্ষেপ করবেন। তাঁদের বক্তব্য, যেহেতু পুরসভার এক চিকিৎসককে অপমান করা হয়েছে, সেই কারণে পুরসভাকেই আইনি সহায়তা দিতে হবে। এর পাশাপাশি, চিকিৎসক তপোব্রত রায়কে পুলিশের আটক করার ঘটনায় কর্পোরেশনের তরফ থেকে তাদের নির্দিষ্ট সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানিয়ে পোস্ট করতে হবে বলেও দাবি করা হয়।

    তপোব্রত রায় কলকাতা পুরসভার ১৬ নম্বর বরো-র সেকেন্ড মেডিক্যাল অফিসারের পদে রয়েছেন। মঙ্গলবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠানে পুরসভার মেডিক্যাল টিমের সদস্য হিসেবে তাঁকে থাকতে হয়েছিল। জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানিয়ে ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ পরেছিলেন তপোব্রত। অভিযোগ, সেই ব্যাজ দেখেই পুলিশ তাঁকে থানায় ডেকে নিয়ে যায়।

    কেন তাঁকে পুলিশ থানায় ডেকে নিয়ে যায় এ ব্যাপারে কোনও সদুত্তর দেওয়া হয়নি বলে গতকালই দাবি করেন তপোব্রত রায়। বিষয়টি জানাজানি হতেই থানায় পৌঁছন আন্দোলনকারীরা। কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীকালে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে এসে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান তপোব্রত।
  • Link to this news (এই সময়)