• ‘‌পুজো কমিটির সঙ্গে অসভ্যতা করেছেন জুনিয়র ডাক্তাররা’‌, দাবি করলেন কুণাল ঘোষ
    হিন্দুস্তান টাইমস | ১৬ অক্টোবর ২০২৪
  • একদিকে যখন দুর্গাপুজো কার্নিভাল হচ্ছে রেড রোডে তখন অপরদিকে দ্রোহের কার্নিভাল করতে দেখা গিয়েছিল জুনিয়র ডাক্তারদের। রানী রাসমণি রোডে সেটা হয়েছিল। যেখানে একটি রাজনৈতিক দলকে সুযোগ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কোন রাজনৈতিক দল সেটি?‌ নাম নেননি তিনি। তবে এই তথ্যের মধ্যে দিয়ে জুনিয়র ডাক্তাররা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন পরোক্ষে সেটাই বুঝিয়ে দিয়েছেন কুণাল। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে।

    ইতিমধ্যেই ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। তার নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর এই উপনির্বাচন নিয়েও ভবিষ্যদ্বাণী করে দিলেন কুণাল ঘোষ। বাংলার ৬টি আসনে ভোট হতে চলেছে আগামী ১৩ নভেম্বর। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের ভবিষ্যদ্বাণী, এই উপনির্বাচনে আরজি কর হাসপাতাল ইস্যুর কোনও প্রভাব পড়বে না। বরং তৃণমূল কংগ্রেস হবে ক্লিন উইনার। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি খোঁচা দিয়েছেন সিপিএমকে। ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, ‘‌যারা ইদানিং মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে লাফাচ্ছে, সেই সিপিএম, লিখে রাখুন, ৬টাতেই আবার তৃতীয় বা চতুর্থ। সিপিএম ৬টা ‘‌০’‌ পাবে। চললাম। এবার হতাশাগ্রস্ত শকুনেরা লেগে পড়ুন।’‌

    এরপরই এক্স হ্যান্ডেলে আজ, বুধবার কুণাল ঘোষ তোপ দেগেছেন জুনিয়র ডাক্তারদের কাণ্ডকারখানা নিয়ে। দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে যে অসভ্যতা হয়েছে তার জন্য জুনিয়র ডাক্তাররা দায়ী বলেছেন কুণাল ঘোষ। একটি অবসাদগ্রস্ত রাজনৈতিক শক্তিকে সুযোগ করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা বলে অভিযোগ কুণালের। সুতরাং জুনিয়র ডাক্তাররা এখন রাজনৈতিক শক্তির সঙ্গে জড়িত সেটা কার্যত স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ। যদিও এই নিয়ে এখনও জুনিয়র ডাক্তারদের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী লিখেছেন কুণাল?‌ গতকাল রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল ছিল। সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। বহু বিদেশি নাগরিককে আনন্দ উপভোগ করতে দেখা গিয়েছে। কিন্তু সেখান থেকে ফেরার পথে দুর্গাপুজো কমিটির উপর হামলা হয়। আর দ্রোহের কার্নিভালে দেখা যায় যে ভিড় তাতে রাজনৈতিক কর্মীরা যুক্ত ছিলেন। এমন দাবি করেছেন কুণাল ঘোষ। আর তাই আজ এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, ‘‌গতকাল কার্নিভাল থেকে ফেরার সময় পুজো কমিটির সঙ্গে যে অসভ্যতা হয়েছে, তার জন্য দায়ী জুনিয়র ডাক্তাররা। রাস্তা আটকে যে অসৌজন্যের মঞ্চটা তাঁরা দিনক্ষণ দেখে তৈরি করে দিলেন একটি অবসাদগ্রস্ত রাজনৈতিক শক্তিকে, বিষয়টা মাথায় রাখা ভালো।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)