• স্বরূপনগরে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিস
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিস আধিকারিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিস। ধৃতদের নাম জসিমউদ্দিন সর্দার এবং মোহিত সর্দার। আজ, বুধবার তাদের বসিরহাট আদালতে হাজির করা হয়।

    পুলিস সূত্রে খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে স্বরূপনগরের স্বরূপদাহ সীমান্তবর্তী এলাকায় ওই মহিলা তাঁর এক আত্মীয়কে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। অভিযোগ, সেই সময়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার জসিমউদ্দিন এবং ভিলেজ পুলিস আধিকারিক মোহিত তাঁদের কাছ থেকে প্রচুর টাকা দাবি করে। কিন্তু ওই মহিলা সেই টাকা দিতে রাজি হননি। এরপরই জসিমউদ্দিন এবং মোহিত ওই মহিলার কাছে থাকা নগদ কয়েক হাজার টাকা এবং কিছু গয়না ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পাশাপাশি, ওই মহিলার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে স্বরূপনগর থানার পুলিস। এরপরই ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (বর্তমান)