• নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে দু’টি গাড়ির সংঘর্ষ, শিশু সহ জখম ৪
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, বেলদা: একটি প্রাইভেট গাড়ি অপর একটি মারুতি ভ্যানের পিছনে ধাক্কা মারায় এক শিশু সহ চারজন জখম হয়েছে। ধাক্কার জেরে মারুতি ভ্যানটি দুবার উল্টেপাল্টে গিয়ে একটি ঝোপের মধ্যে গিয়ে পড়ে। বুধবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে নারায়ণগড়ের উকুনমারী এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে। জখমদের মধ্যে মারুতি ভ্যানের চালকের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

    ওড়িশা যাওয়ার ট্রেন ধরতে একটি গাড়িতে কাঁথির এক ব্যবসায়ী আয়ুস ঠক্কর ও তাঁর মা রূপাদেবী খড়গপুর স্টেশনে যাচ্ছিলেন । অন্যদিকে জাতীয় সড়ক ধরে একটি মারুতি ভ্যানে করে পটাশপুর থেকে এক শিশু সহ চারজন ডাক্তার দেখাতে যাচ্ছিলেন মেদিনীপুরে। বুধবার সকালে উকুনমারী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ মারুতি ভ্যানের পিছনে সজোর ধাক্কা মারে প্রাইভেট কারটি। ঘটনায় মারুতি ভ্যানটি দুবার ওলটপালট হয়ে রাস্তার ধারে ঝোপের মধ্যে গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা মহিলার চোট লাগে‌। অন্যদিকে মারুতি ভ্যানের মধ্যে থাকা একটি শিশু সহ জখম হয় তিনজন। তাদের মধ্যে মারুতি ভ্যানের চালক নিমাই চরণ প্রধানের বুকে স্টিয়ারিং চেপে যাওয়ায় তিনি গুরুতরভাবে জখম হন। খবর পেয়ে জাতীয় সড়়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী দল ও নারায়ণগড় থানার পুলিস এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি থেকে জখমদের উদ্ধার করে। তাদের স্থানীয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। মারুতি ভ্যানের চালক নিমাই চরণ প্রধানের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করেছে পুলিস। কিভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করছে পুলিস।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)