• কাঁকসায় আবাসনে চুরি, নিরাপত্তার দাবিতে অবরোধ
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, মানকর: কাঁকসার বামুনাড়ায় একই আবাসনে তিনটি ফ্ল্যাটে চুরির পর নিরাপত্তার দাবিতে বুধবার সকালে মুচিপাড়া-শিবপুর রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা। বেশ কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিসের আশ্বাসে অবরোধ ওঠে।

    সোমবার রাত আড়াইটা নাগাদ ওই বহুতল আবাসনের ই-ব্লকে তিনতলা, সাততলা ও আটতলার ফ্ল্যাটে চুরি হয়। টাকা ও গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। আবাসনে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে তিন দুষ্কৃতী আবাসনের ভিতরে ঢুকল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বাসিন্দারা জানান, সিসি ক্যামেরায় তিন দুষ্কৃতীর ছবি ধরা পড়েছে। তবে তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। কাঁকসা থানার পুলিস ঘটনার তদন্তে নেমে নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। প্রতিবাদে বুধবার সকালে বাকি নিরাপত্তারক্ষীরা আবাসন ছেড়ে চলে যান। এরপরই আবাসিকরা দোষীদের শাস্তির ও নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করেন। আবাসিক কৌশিক চট্টোপাধ্যায় বলেন, আমরা জনজীবন বিপর্যস্ত করতে চাই না। কিন্তু ফ্ল্যাটে চুরি হওয়া সত্ত্বেও সকাল থেকে কোনও নিরাপত্তারক্ষী নেই। নিরাপত্তারক্ষীরা পাম্প চালান, বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালান। কিন্তু কোনও নিরাপত্তারক্ষী না থাকায় পরিষেবা বন্ধ। বাসিন্দারা জানান, ২০০টি পরিবার বাস করে, অথচ কোনও নিরাপত্তা নেই। সিকিউরিটি এজেন্সিকে ফোন করলে তারা বলছে পুলিসকে জানিয়েছে। নিরাপত্তারক্ষী নেই দেখেই তাঁদের তরফ থেকেও পুলিসকে জানানো হয়েছে। পুলিস ঘটনাস্থলে উপস্থিত হলে বাসিন্দাদের সঙ্গে বচসা হয়। আবাসিকরা অভিযোগ করে বলেন, মালিক কর্তৃপক্ষকে একাধিকবার বিভিন্ন বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা হয়নি। আবাসনের শুধু নীচেরতলায় সিসি ক্যামেরা রয়েছে। সব তলাতেই সিসিটিভি ক্যামেরা থাকা দরকার। তাছাড়া আবাসনের পিছনের পাঁচিলের উচ্চতা খুব কম। নিরাপত্তা আরও আঁটসাঁট করা দরকার। চুরির ঘটনার পর সকলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মুচিপাড়া-শিবপুর রাস্তা অবরোধ করে আবাসিকরা বাঁশের ব্যারিকেড দিয়ে দেন। রাস্তায় বসে তাঁরা দোষীদের শাস্তির দাবিতে স্লোগান তোলেন। ঘটনাস্থলে উপস্থিত হন গোপালপুর পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি।  শেষমেশ পুলিসের আশ্বাসে অবরোধ ওঠে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)