• মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন, ভূমিপুত্র না কি বহিরাগত, জল্পনার পারদ চড়ছে
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৪
  • রাজদীপ গোস্বামী, মেদিনীপুর: সামনেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে উপনির্বাচনে প্রার্থী হিসেবে ‘ভূমিপুত্র’ থাকবেন নাকি বহিরাগত প্রার্থী, তা নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্ব চাইছে, স্থানীয় কাউকে প্রার্থী হিসেবে বেছে নিতে। দলের একাংশের মতে, প্রার্থী হিসেবে অনেকগুলি নাম উঠে এলেও এগিয়ে রয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তাঁকে সামনে রেখেই ময়দানে ঝাঁপাতে চাইছে তৃণমূল। তবে বিজেপি সহ বিরোধী দলগুলির প্রার্থী দেওয়াটাই এখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

    এদিন জেলা তৃণমূলের সভাপতি বলেন, প্রার্থী কে হবেন, তা দলই ঠিক করবে। দল যা নির্দেশ দেবে সেভাবেই চলতে হবে। জেলার কর্মী-সমর্থকরা ভোটের জন্য প্রস্তুত রয়েছেন। ভোট নিয়ে দলীয়স্তরে বৈঠকও হয়েছে। তিনি আরও বলেন, বিজেপি অস্তিত্বের সংকটে ভুগছে। ওদের প্রার্থী বাছতেই হিমশিম খেতে হবে। 

    প্রসঙ্গত, ২০১৪ সালের পর থেকে রাজ্যজুড়ে বিজেপির উত্থান শুরু হয়। বাদ যায়নি পশ্চিম মেদিনীপুর জেলাও। ধীরে ধীরে বিজেপির সংগঠন বাড়তে শুরু করে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে যার প্রভাব পড়ে ভোটবাক্সে। বেশকিছু আসন যায় বিজেপির দখলে। এরপর ২০১৯ সালে মেদিনীপুর লোকসভায় জেতে গেরুয়া শিবির। বৃদ্ধি পেতে শুরু করে গেরুয়া বাহিনীর দাপট। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অনেকেই ধরে নিয়েছিলেন মেদিনীপুর বিধানসভা যাবে বিজেপির দখলে। তবে শেষ হাসি হাসে ঘাসফুল শিবির। তৃণমূল প্রার্থী জুন মালিয়া প্রায় ২৫ হাজার ভোটে জয়লাভ করেন। এরপর আর গেরুয়া শিবির ভোটের ময়দানে ফিরতে পারেনি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪ সালের লোকসভা ভোটেও বিজেপি সুবিধা করতে পারেনি। গত লোকসভা ভোটে জুন মালিয়াকে প্রার্থী করে চমকে দিয়েছিল তৃণমূল। শেষ পর্যন্ত তারকা প্রার্থী জয়লাভ করেন। তৃণমূল নেতৃত্ব চাইছে, বিধানসভা উপনির্বাচনেও জয়ের ধারা বজায় থাকুক। অপরদিকে বিরোধী দল বিজেপিও চাইছে হারানো মাটি পুনরুদ্ধার করতে। 

    তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে থেকেই তৃণমূলের প্রার্থী তালিকা তৈরির কাজ শুরু হয়। জেলার বেশকিছু প্রথম সারির নেতার নাম উঠে আসে। তবে স্বচ্ছ ভাবমূর্তির নেতাকেই সামনে রেখে ভোটের লড়াইয়ে ঝাঁপাতে চাইছে তৃণমূল। ইতিমধ্যেই বুথস্তরে বৈঠকও শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। এবারও কোনও বহিরাগত ব্যক্তিকে প্রার্থী করা হবে কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে। সেক্ষেত্রে সিনেমা অথবা খেলার জগতের কাউকে প্রার্থী করতে পারে তৃণমূল। 

    তৃণমূলের এক নেতা বলেন, স্থানীয় নেতৃত্ব ভূমিপুত্রকেই প্রার্থী হিসেবে দেখতে চায়। বহিরাগত হলে দলের অন্দরে ক্ষোভ তৈরি হতে পারে। প্রার্থী ভালো হলে জয়ের জন্য চিন্তা করতে হবে না। কারণ বিজেপি গোষ্ঠীকোন্দলের জন্য অনেকটাই পিছিয়ে পড়েছে। আর সিপিএম তো লড়াইয়েই নেই। 

    যদিও জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, আমরাও ভোটের জন্য প্রস্তুত। তৃণমূলের তারকা বিধায়ক বহু এলাকায় কাজ করেননি। মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এছাড়া দুর্নীতি নিয়ে তৃণমূল যত কম বলবে ততই ভালো। ওদের বেশিরভাগ নেতাই দুর্নীতিগ্রস্ত। তাই ওদেরই প্রার্থী বাছতে সমস্যা হবে। শেষ হাসি হাসব আমরাই।
  • Link to this news (বর্তমান)