• সিউড়িতে জাতীয় সড়কের বেহাল দশা
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি আবদারপুরের কাছে রানিগঞ্জ পাঞ্জাবি মোড়-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল। সারাদিনে বড় যানবাহন যাতায়াতের কারণে ধুলোতে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। অথচ রাস্তা সংস্কার নিয়ে কোনও হেলদোল নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি আবদারপুর রেল গেট থেকে রামপুরহাটের দিকে যাওয়ার পথে জাতীয় সড়কের বেশকিছু জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। কিছুদিনে আগেও এই রাস্তার বেশকিছু অংশ সংস্কার করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু তারপরও আবদারপুরের কাছে রাস্তাটির বেশ কিছুটা অংশ খানাখন্দে ভরে উঠেছে। এই গর্তের মধ্যে বৃষ্টির জল জমা হলে পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করে। ছোটখাটো গাড়িগুলি যাতায়াতে বিপদের আশঙ্কা থাকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় বিভিন্ন জায়গায় প্রায় এক হাঁটু গর্ত তৈরি হয়েছে। পাশাপাশি রাস্তার দুই ধারে বৃষ্টির জলে মাটি ধুয়ে গিয়ে রাস্তার কিনারাগুলিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাতের অন্ধকারে ছোট বাইক আরোহী রাস্তা থেকে ফুটপাতের দিকে সরে গেলেই বিপদের আশঙ্কা রয়েছে। বাসিন্দাদের আরও অভিযোগ, এই ভাঙা রাস্তার কারণে গোটা এলাকা ধুলোয় ভরে যাচ্ছে। রাস্তার ধারের বাসিন্দাদের বাড়ির ছাদ, উঠোন সব জায়গা প্রতিদিন ধুলোয় ভরে যাচ্ছে। ঘটনায় ব্যাপক ক্ষুদ্ধ বাসিন্দারা। আবদারপুর এলাকার বাসিন্দা চন্দন বাগদি বলেন, বড় ভারি গাড়ি যাতায়াতের কারণে রাস্তাটি ভেঙেছে। বিভিন্ন জায়গায় বারবার ভেঙে বেহাল অবস্থা তৈরি হচ্ছে। সাময়িক ভাবে রাস্তা মেরামত করা হয়। কিন্তু স্থায়ী কোনও ব্যবস্থা করা হয় না। রাস্তা দিয়ে গাড়ি গেলে প্রচুর ধুলো উড়ছে। বাড়ি ধুলোয় ভরে যাচ্ছে নিমেষের মধ্যে।  জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন, পুজোর ছুটির পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে।    
  • Link to this news (বর্তমান)