• চোপড়ায় পালাগানের আসর
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, চোপড়া: চোপড়ার চুয়াগাড়ি দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির আয়োজনে দু’দিনব্যাপী পাঁচালি পালাগানের আসর জমে উঠেছে। ২০০ বছরেরও বেশি পুরানো এই পুজোয় পালাগান শুনতে মানুষের ভিড় উপচে পড়ে।

    আয়োজক কমিটির তরফে তাজেন সিংহ জানান, বহুকাল থেকে এখানে পুজোর সময় পাঁচালি পালাগানের আসর বসে। এবারও বসেছে। মঙ্গল ও বুধবার সারারাত পালাগানের আসর বসে। এলাকার প্রবীণ লোকশিল্পী সুবল গোপ জানান, চোপড়া ব্লক সংস্কৃতির ব্লক। এক সময় দুর্গাপুজো থেকে দোলযাত্রা পর্যন্ত বহু পালা গানের প্রতিযোগিতার আসর বসত। ব্লকে প্রচুর পাঁচালি পালাটিয়া গানের দল ছিল। রাজবংশী সমাজের মানুষ রাত জেগে এই গান শুনতেন। এখন তার জৌলুস কমে এসেছে।
  • Link to this news (বর্তমান)