• পোষ্যকে কুকুরের কামড়, রাত দেড়টায় কাউন্সিলারকে এলাকায় আসার অনুরোধ
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত দেড়টা। পোষ্য ‘রকি’কে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন কালীঘাটের এক বাসিন্দা। আচমকাই তাঁর পোষ্যকে কামড়ে দেয় পাড়ার এক নেড়ি কুকুর। রাস্তা থেকে অত রাতে তিনি সটান ফোন করেন স্থানীয় কাউন্সিলারকে। সরাসরি দাবি, ‘আপনি এখনই আসুন।’ এরপর বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় দু’জনের। ঘটনার কথা শোনার পর অভিযোগকারীকে সামলান কাউন্সিলার। বাড়ি যেতে অনুরোধ করেন। দুর্গাপুজোর দিনকয়েক আগে ঘটনাটি ঘটেছে। কালীঘাটের গুরুপদ হালদার রোডের ওই ব্যক্তি তাঁর পোষা বিদেশি প্রজাতির কুকুরটিকে নিয়ে বেরিয়েছিলেন সে রাতে। রাস্তার একটি কুকুর আচমকা দৌড়ে এসে কামড়ে দেয় বিদেশি কুকুরটিকে। উদ্বেগ বাড়ে পোষ্যের মালিকের। মোবাইল বের করে সেই গভীর রাতেই ফোন করেন ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রবীরকুমার মুখোপাধ্যায়কে। দাবি জানিয়ে বলেন, ‘আপনি এখনই এখানে আসুন’। কাউন্সিলার বলেন, ‘কী হয়েছে বলুন? কী সমস্যা? পুলিস ডাকতে হবে নাকি অ্যাম্বুলেন্স নিয়ে যাব?’ কিন্তু স্পষ্টভাবে কিছু বলতে চাইছিলেন না ওই ব্যক্তি। তিনি নাছোরবান্দা কাউন্সিলারকে ঘটনাস্থলে আসতেই হবে। অবশেষে অনেক কথাবার্তার পর তিনি পোষ্যকে কামড়ানোর কথাটি খোলসা করেন। ক্রমাগত দাবি, ‘রাতেই কাউন্সিলার ঘটনাস্থলে আসুন। এবং রাস্তার কুকুরটিকে বন্দি করার ব্যবস্থা করুন।’ কাউন্সিলার বলেন, ‘পথ কুকুরটিকে ভ্যাকসিন দেওয়া আছে। আপনার পোষ্য কুকুরটির কোনও ক্ষতি হবে না।’ তারপর ওই ব্যক্তিকে বাড়ি চলে যাওয়ার অনুরোধ জানান কাউন্সিলার। প্রায় ১২ মিনিট পর ফোন রাখেন পোষ্যের মালিক। কাউন্সিলার পরে বলেন, ‘নানা ধরনের উটকো ফোন মাঝেমধ্যেই আসে। তবে গভীর রাতে সাধারণত অসুস্থতা কিংবা বড় কোনও সমস্যা হলে বা আগুন লাগলে তবেই ফোন আসে। তখন ঘটনাস্থলে যেতেই হয়। কিন্তু রাত দেড়টা নাগাদ ফোনে এমন আবদার আসতে পারে তার আন্দাজ ছিল না।’
  • Link to this news (বর্তমান)