• পুজো মিটতেই শহরে সাফাই অভিযান কল্যাণী পুরসভার
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: পুজোর ক’দিন বিপুল দর্শকের সমাগম হয়েছিল কল্যাণীতে। বিগত কয়েকবছর ধরেই কল্যাণীর পুজোয় রেকর্ড ভিড় হচ্ছে। এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি। কিন্তু এই ভিড়ভাট্টা ও দর্শকদের একাংশের আপত্তিকর কাজকর্মে রীতিমতো তিতিবিরক্ত স্থানীয় বাসিন্দারা। পুজোর পর শহর নোংরা ও অপরিচ্ছন্ন থাকছে বলে অভিযোগ করছেন তাঁরা। এবার তো দর্শকদের একাংশ রীতিমতো তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। যত্রতত্র খাবারের উচ্ছিষ্ট, ফাঁকা প্যাকেট, জলের বোতল ফেলে যাওয়া থেকে শুরু করে রাস্তার ধারে দেদার মলমূত্র ত্যাগের কারণে জেরবার স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে অভিযোগের ঝড় উঠেছে। এই অবস্থায় পুরসভা জানিয়েছিল, মঙ্গলবার প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া শেষ হলেই তারা শহর সাফাইয়ে নামবে। সেই মতো মঙ্গলবার রাত থেকেই সাফাই অভিযানে নেমেছে কল্যাণী পুরসভা। কল্যাণীর এ এবং বি ব্লকের রাস্তা ঝাঁট দেওয়ার কাজ চলে বুধবার সকাল পর্যন্ত। দর্শনার্থীদের ফেলে দেওয়া প্লাস্টিক, জলের বোতল সহ যাবতীয় আবর্জনা সাফ করা হয়। আজ, বৃহস্পতিবার একাধিক রাস্তা জল দিয়ে ধুয়ে ব্লিচিং ছড়ানো হবে। এর জন্য পুরসভার পক্ষ থেকে চারটি টিমে প্রায় ৫০ জন সাফাইকর্মীকে নামানো হচ্ছে। বুধবার কল্যাণী মেইন স্টেশন, এ ৯ স্কোয়ার পার্ক, সেন্ট্রাল পার্ক, রথতলা, আইটিআই এলাকায় সাফাই চলে। তাঁদের কাজ তদারকি করতে স্থানীয় কাউন্সিলার ও চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পুরসভা জানিয়েছে, শহরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ চলবে। 

    এবারের পুজোয় ভিড় ভেঙে পড়েছিল কল্যাণীর এ-৯ স্কোয়ার পার্ক, আইটিআই মোড় লুমিনাস ক্লাব ও রথতলায়। এই পুজো মণ্ডপগুলির আশপাশের বাড়ির বাসিন্দারা কেউ কেউ ভিড়ের কারণে অসুবিধা বোধ করেন। কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী বলেন, ‘পুজো শেষ হলেও কল্যাণী পুরসভার কর্মীরা রাস্তায় রয়েছেন। শহর সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হবে। আশা রাখি, আগামী কয়েকদিনের মধ্যে এই কাজ শেষ হবে।’ -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)