• ফ্ল্যাটের দখল দেওয়ার সঙ্গে জরিমানার টাকা মেটানোর নির্দেশ প্রোমোটার সংস্থাকে
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রোমোটার সংস্থাকে কয়েক কোটি টাকা মিটিয়েও দু’টি ফ্ল্যাটের দখল পাচ্ছিলেন না দুই ব্যক্তি। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের দ্বারস্থ হন তাঁরা। সেখানে ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি সম্প্রতি প্রোমোটারকে সংস্থাকে নির্দেশ দেয় যে, ফ্ল্যাটের দখল বুঝিয়ে দেওয়ার পাশাপাশি জরিমানার টাকা সুদ সহ মিটিয়ে দেওয়ার জন্য। তার বিরুদ্ধে অভিযুক্ত প্রোমোটার সংস্থা যায় উচ্চ ট্রাইব্যুনালে। সেখানে চেয়ারম্যান রবীন্দ্রনাথ সামন্ত নিযুক্ত তিন সদস্যর বেঞ্চ নিম্ন ট্রাইব্যুনালের আদেশকেই ‘সিলমোহর’ দেয়। পাশাপাশি বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয়, অভিযোগকারীদের শুধুমাত্র জরিমানার টাকা সুদ সহ মেটালেই হবে না, যতদিন তাঁরা ফ্ল্যাটের সিসি না পান, ততদিন পর্যন্ত অভিযুক্ত প্রোমোটার সংস্থাকে উচ্চহারে সুদের টাকা গুনতে হবে। ট্রাইব্যুনাল সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এলাকায় ওই ঘটনা ঘটে। দু’টি পৃথক মামলায় ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, অভিযুক্ত প্রোমোটার সংস্থার উদ্দেশ্য স্বচ্ছ ছিল না। মামলার নথিতেই সেই ছবি স্পষ্ট ধরা পড়েছে।                                                                  
  • Link to this news (বর্তমান)