• ১০ দফা দাবির পাল্টা, চিকিৎসকদের  কাছে ১৩ দফা দাবি পেশ কুণালের
    দৈনিক স্টেটসম্যান | ১৭ অক্টোবর ২০২৪
  • চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত দাবি সহ মোট ১০ দফা দাবিতে ধর্মতলায় অনশনে বসেছেন কয়েকজন জুনিয়র ডাক্তার। উত্তরবঙ্গেও ১ জন চিকিৎসক অনশন করছেন। একাধিকবার সরকারের অনুরোধ সত্ত্বেও থামানো যায়নি আন্দোলন। ১০টি দফার মধ্যে অধিকাংশই সরকার মান্যতা দিয়েছে বলে দাবি করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। কিন্তু তা সত্ত্বেও আন্দোলন প্রত্যাহার করছেন না চিকিৎসকরা। মঙ্গলবার আরও দুই জুনিয়র ডাক্তার ধর্মতলায় নতুন করে অনশন শুরু করেছেন। দিনের পর দিন অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। মূলত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যেই এই আন্দোলন করছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে রাজ্যের শাসকদলের তরফে চিকিৎসকদের কাছে পাল্টা ১৩ দফা দাবি পেশ করা হয়েছে। এই দাবিগুলি পেশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, এই ১৩ দফাও দাবি বিবেচিত হোক। এই দাবিগুলি জনতার দাবি বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)