• বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় তেলের ট্যাঙ্কারে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
    আনন্দবাজার | ১৭ অক্টোবর ২০২৪
  • বেলেঘাটার পরিত্যক্ত কারখানায় তেলের ট্যাঙ্কারে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন প্রথম নজরে আসে। সকালে স্থানীয়েরা পরিত্যক্ত ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। দাউদাউ করে জ্বলতে শুরু করে কারখানায় থাকা তেলের কয়েকটি ট্যাঙ্কার। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকে।

    কারখানাটি বেলেঘাটার ক্যানাল ওয়েস্ট রোডে অবস্থিত। বছর ছয়েক আগেই তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেখানে মানুষ না থাকায় হতাহতের আশঙ্কা নেই। তবে ঘটনাস্থলের পাশেই রয়েছে ঘন জনবসতি। আগুন বসতি এলাকায় ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

    প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানায় থাকা কোনও রাসায়নিক থেকেই আগুন ছড়িয়েছে। আগুন নেভাতে দমকলের তরফে ফোম ব্যবহার করা হচ্ছে।

  • Link to this news (আনন্দবাজার)