গোরুপাচার মামলায় জামিন পেয়েছেন পুজোর আগেই। বীরভূমে ফিরেই অনুব্রত ঘোষণা করেছিলেন দুর্গাপুজোর পর ব্লকে ব্লকে নেতাকর্মীদের নিয়ে বিজয়ার সম্মেলনী করবেন অনুব্রত মণ্ডল। সেইমতোই মুরাইয় এক নম্বর ব্লকের পশুর হাট মাঠে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিজয়া সম্মেলনীতে যোগ দেন কেষ্ট। কবে? আজ, বৃহস্পতিবার। আর তাতেই তাল কাটল।
এদিকে গোরু পাচার মামলায় অনুব্রত তখন জেলে। লোকসভা ভোটের মুখে বীরভূমে বিধানসভা কেন্দ্র ভিত্তিক ৫ সদস্য়ের নয়া কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, কেষ্ট জেলার ফেরার পরেও কোর কমিটির উপরেই আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, জেলা সভাপতি থাকবেন অনুব্রতই। তবে আগের মতো সাংগঠনিক কাজ পরিচালনা করবেন কোর কমিটি সদস্যরা।
এদিন মুরারইয়ে বিজয়া সম্মিলনী কিন্তু গরহাজির ছিলেন কোর কমিটি তিন সদস্য় রামপুরহাটের বিধায়ক আশিষ বন্দ্য়োপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিত্ সিনহা ও জেলা পরিষদের সভাপধিপতি কাজল শেখ। এই পরিস্থিতিতে অনুব্রতের সামনে তৃণমূল কর্মীদের সংঘর্ষ গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।