• দলের কার্যালয়ে মদ্যপান, জুয়ার আসর! কাঠগড়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি, ভাইরাল ভিডিয়ো..
    ২৪ ঘন্টা | ১৭ অক্টোবর ২০২৪
  • প্রদ্যুত্‍ দাস:  দলীয় কার্যালয়ে বসে মদ্যপান, সঙ্গে জুয়ার আসর! সোশ্য়াল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল জেলা তৃণমূল নেতৃত্ব। সরিয়ে দেওয়া হল অঞ্চল সভাপতি। চাঞ্চল্য় জলপাইগুড়ি বানারহাটে। ভিডিয়োটির সত্যতা অবশ্য় যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।

    পুজোর আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় একটি ভিডিয়ো। বেজায় অস্বস্তিতে পড়ে তৃণমূল। কেন? ভাইরাল ভিডিয়ো দেখা যাচ্ছে, জলপাইগুড়ির বানারহাটের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের দুরামারি এলাকায় দলের কার্যালয়ে বসেই মদ্যপান করছেন বেশ কয়েকজন। বসেছে জুয়ার আসরও। আর এসবই হচ্ছে খোদ অ়ঞ্চল সভাপতি রবি সরকারের উপস্থিতিতেই! 

    বিরোধীরা তো বটেই, ঘটনায় নিন্দায় সরব হন তৃণমূল নেতাকর্মীদের একাংশও। অভিযুক্ত অঞ্চল সভাপতি শাস্তির দাবি ওঠে। বৈঠকে বসে তৃণমূলের বানারহাট ব্লক নেতৃত্ব। ব্লক সভাপতি সাগর গুরুং জানিয়েছেন, 'দলীয় কার্যালয়ে মদ্যপান করার ঘটনায় আমরা অঞ্চল সভাপতিকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছি। দলীয় নিয়ম মেনে বিষয়টি অনুমোদনের জন্য জেলার নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে'। ঠিক হয়েছে, অভিযুক্ত রবি সরকারে বদলে আপাতত আহ্বায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান নির্মল রায়।

    এদিকে এই ঘটনার আগে ষড়যন্ত্রে পাল্টা অভিযোগ করেছিলেন রবি। অপসারিত হওয়ার পর তিনি বলেন, 'আমাকে এখনও দলের তরফে কিছু জানানো হয়নি। কিছু না জানা পর্যন্ত কিছু বলব না'।

  • Link to this news (২৪ ঘন্টা)