• ‘নালা বন্ধ করে বাড়ির রাস্তা বানিয়েছেন পুুর ইঞ্জিনিয়ার, তাই জল থইথই দুর্গাপুর’
    হিন্দুস্তান টাইমস | ১৭ অক্টোবর ২০২৪
  • পুরবোর্ডের মেয়াদ শেষের পর ২ বছরের বেশি সময় পার হলেও নির্বাচন করায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুর প্রশাসক বসিয়ে চলছে নাগরিক পরিষেবা দেওয়ার কাজ। তারই মধ্যে বুধবার ১ রাতের বৃষ্টিতে জলের তলায় প্রায় গোটা দুর্গাপুর। এত জল কী ভাবে এক রাতে জমল তা নিয়ে যখন গোটা শহর ময়নাতদন্ত করছে তখন উঠে এল চাঞ্চল্যকর তথ্য। নিকাশি নালা বুজিয়ে বাড়িতে ঢোকার রাস্তা চওড়া করেছেন দুর্গাপুর পুর নিগমের এক ইঞ্জিনিয়ার। তার জেরেই জল থই থই শহর। শুধু তাই নয়, নিকাশি নালার ওপর দিয়ে পাঁচিত তৈরি করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

    স্থানীয় বাসিন্দা সঞ্জীব মুখোপাধ্যায় অভিযোগ , ‘গত কয়েক মাস ধরে বৃষ্টি হলে এই গোটা এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। বুধবারের কয়েক ঘণ্টার বৃষ্টিতে এলাকার একাধিক বাড়িতে জল ঢুকেছে। এক কোমর জল জমে গিয়েছে রাস্তায়। এর জন্য দায়ী দুর্গাপুর পুর নিগমের ইঞ্জিনিয়ার। নিকাশি নালার ওই পাশেই রয়েছে ইঞ্জিনিয়ারের বাড়ি। নিজের যাতায়াতের সুবিধার্থে নিকাশি নালা বুজিয়ে রাস্তা নির্মাণ করেছেন তিনি। আরও এক প্রভাবশালী নিকাশী নালার উপর পাঁচিল দিয়েছে। ফলে বৃষ্টি হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছিল। আর আমাদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি করছি।’

    ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর নগর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত বিশ্বাস বলেন, ‘ওনাদের যা অভিযোগ আছে তা শোনা হবে। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য নিকাশী নালা থেকে জল উপরে উঠেছে। পরবর্তীকালে এই সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা করব।’

    যদিও পুরসভার দাবি, নিকাশি ব্যবস্থা ঠিকই আছে। কয়েক ঘণ্টার মধ্যে অত্যাধিক বৃষ্টি হওয়ায় জল জমেছে। জল নামাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে পুরসভা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)