• ‘লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ করায় যুবকক চড় ভাইপো পুলিশ অফিসারের’
    হিন্দুস্তান টাইমস | ১৭ অক্টোবর ২০২৪
  • ডায়মন্ড হারবারের বাওয়ালিতে লক্ষ্মী প্রতিমা ও মণ্ডপ ভাঙচুরের প্রতিবাদ করায় যুবককে চড় মারার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিঠুন দে নামে ওই পুলিশ আধিকারিককে ভাইপো পুলিশ অফিসার বলে উল্লেখ করে শুভেন্দুবাবুর দাবি, তাঁকে ডায়মন্ড হারবারকে মিনি পাকিস্তান করার দায়িত্ব দেওয়া হয়েছে।

    এদিন শুভেন্দুবাবু লিখেছেন, ‘ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে-র সঙ্গে পরিচয় করুন। তিনি একজন খ্যাতনামা ভাইপো পুলিশ অফিসার। ডায়মন্ড হারবারকে মিনি পাকিস্তানে পরিণত করার একমাত্র লক্ষ্য নিয়ে গত ৮ বছর ধরে টানা ডায়মন্ড হারবারেই রয়েছেন। তাঁর বদলি হয় না।’

    তিনি লিখেছেন, ‘গতকাল যখন বজবজের বাওয়ালি রথতলা পূজা কমিটির সদস্যরা জেহাদিদের দ্বারা লক্ষ্মী প্রতিমা ভাঙচুর ও মণ্ডপ অপবিত্র করার প্রতিবাদ করছিলেন মানুষের নামে কলঙ্ক মিঠুন দে নিরীহ প্রতিবাদী ও উদ্যোক্তাদের মারধর করতে শুরু করেন।’

    এর পরই ওই পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুবাবু লেখেন, ‘মিঠুন দে, আপনি রাস্তায় নেমে মারামারি করতে চাইলে উর্দি আর ব্যাজটা খুলে ফেলছেন না কেন? আর আপনার চারিদিকে পুলিশের নিরাপত্তাটা সরিয়ে নিন। মনে রাখবেন সময় বদলায়। আজকে আপনি যে মূর্তি দেখিয়েছেন আপনাকেও সেই মূর্তি দেখতে হতে পারে।’

    তিনি লিখেছেন, ‘এই জঘন্য ব্যক্তি যাতে পর্যাপ্ত শাস্তি পান তা আমি বিরোধী দলনেতা হিসাবে নিশ্চিত করব। সেজন্য যা করতে হয় আমি করব। এই ব্যক্তি পুলিশ আধিকারিক হওয়ার যোগ্য নন। একে অবিলম্বে বরখাস্ত করা উচিত।’

    পালটা পুলিশের পক্ষে জানানো হয়েছে, বুধবার রাতে দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের বোঝানো হয়। প্রায় ২ ঘণ্টা অপেক্ষার পর আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে যতটা বল প্রয়োগ করতে হয় পুলিশ ততটাই করেছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)