যাদবপুর বিশ্ববিদ্যালয়েও শুরু হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা, ২০২৩ সালে র্যাগিংকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর ঘটনার বিচার-সহ মোট সাত দফা দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের সামনে ধর্নায় বসছেন প্রতিবাদীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, স্কলার, গবেষক, অধ্যাপক, প্রাক্তনী এবং কর্মচারীরা এই প্রতিবাদে শামিল হবেন। গঠন করা হয়েছে নতুন একটি প্ল্যাটফর্ম— ‘জেইউ ফর জাস্টিস’। সাধারণ মানুষকেও প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনটি আরজি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকে সম্পূর্ণ ভাবে সমর্থন জানিয়েছে। তাদের তরফে বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করছে সরকার এবং পুলিশ। আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আয়োজিত ‘অভয়া পরিক্রমা’ নামক কর্মসূচিতে যোগ দিয়ে যাদবপুরের পাঁচ ছাত্র গ্রেফতার হয়েছেন। অভিযোগ, অন্যায় ভাবে তাঁদের বিরুদ্ধে ‘দাঙ্গা সৃষ্টি করা’র মামলা রুজু করেছে পুলিশ। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর অধিকার সকলের রয়েছে। তা সত্ত্বেও কেন এই গ্রেফতার, প্রশ্ন তুলেছে ‘জেইউ ফর জাস্টিস’।
যে সাত দাবিতে বৃহস্পতিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই নতুন সংগঠনের সদস্যেরা ধর্নায় বসছেন, সেগুলি হল—
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে ধর্নায় বসবেন ছাত্রছাত্রী, অধ্যাপক, প্রাক্তনীরা। যত দিন না দাবিগুলি পূরণ হচ্ছে, ধর্না চলবে বলে জানিয়ে দিয়েছে ‘জেইউ ফর জাস্টিস’।