এই পিটিশনে আমার যেটা বক্তব্য ডক্টর অভিজিৎ চৌধুরী লিভার ফাউন্ডেশন-এর সঙ্গে যুক্ত। তিনি সারদা কর্তা সুদীপ্ত সেনকে চিনতেন কি চিনতেন না এটা গভীরভাবে তদন্ত হওয়া দরকার। এর সঙ্গে তদন্ত হওয়া দরকার ডাক্তার অভিজিৎ চৌধুরী যিনি লিভার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। তিনি সুদীপ্ত সেনকে ভেরি ইনফেনসিয়াল সিপিএমের এক রাজ্য কমিটির সদস্যের সঙ্গে মিট করিয়ে দিয়েছিলেন কি দেননি। এই অভিজিৎ চৌধুরী মিট করিয়ে দেওয়ার পর সারদা কর্তা সুদীপ্ত সেন সিপিএম বা তার দলের মুখপাত্রের বিজ্ঞাপনের চেহারায় বা অন্য কোনরূপে কিছু টাকা দিয়েছিলেন কি দেননি।
সুদীপ্ত সেন, সারদা কর্তা, তখনকার রুলিং পার্টির বামফ্রন্টের ঘনিষ্ঠ ডাক্তার অভিজিৎ চৌধুরীকে তার লিভার ফাউন্ডেশনে বা তার কোন অর্গানাইজেশনে চেকে বা ক্যাশে কোনও টাকা দিয়েছেন না দেননি। অভিজিৎ চৌধুরী সুদীপ্ত সেনকে চেনেন কি চেনেন না। অভিজিৎ চৌধুরী সাথে সুদীপ্ত সেনের যোগাযোগ হয়েছিল কি হয়নি। অভিলম্বে নতুন করে সুদীপ্ত সেনকে এবং অভিজিৎ চৌধুরীকে জেরা করা প্রয়োজন।
যদি দেখা যায় তাদের পরিচয় হয়েছিল তাহলে কেন হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়ের অভিজিৎ চৌধুরী প্রভাবশালী চিকিৎসক ছিলেন তার লিভার ফাউন্ডেশনে যদি সুদীপ্ত সেনের সারদা লিভার ফাউন্ডেশনের বা অন্য কোন সহযোগী সংস্থাকে কোন টাকা কোন পদ্ধতিতে দিয়েছিল কি দেয়নি তাহলে সেই টাকা উদ্ধার করা হোক এবং যদি এই অভিযোগগুলো সত্যি হয় তাহলে ডাক্তার অভিজিৎ চৌধুরীকে আইনের আওতায় আনা হোক। এই তদন্তর দাবিতে আমি তাদের কাছে এই পিটেশন জমা করেছি।