• উপাচার্য নিয়োগ, নাম নেই শান্তার
    আনন্দবাজার | ১৮ অক্টোবর ২০২৪
  • রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য আজ, শুক্রবার থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে।

    সূত্রের খবর, আবেদন করেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য বাছাইয়ের ইন্টারভিউয়ের তালিকায় নাম নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তের। তবে এই বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তন উপাচার্যের নাম ওই তালিকায় আছে। এ ছাড়াও, অন্তত পাঁচ জন প্রাক্তন উপাচার্য আবেদন করলেও ইন্টারভিউয়ের জন্য বাছাই তালিকায় তাঁরা স্থান পাননি বলে খবর। ইন্টারভিউয়ে ডাক না পাওয়ার ব্যাপারে এ দিন শান্তা বলেন, ‘‘এখনই কোনও মন্তব্য করতে চাইছি না।’’ শান্তার পাশাপাশি গৌড়বঙ্গ, কল্যাণী, কাজী নজরুল, বারাসত রাষ্ট্রীয়, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পাঁচ প্রাক্তন উপাচার্যের নাম ইন্টারভিউ তালিকায় নেই বলেই খবর। তাঁদের মধ্যে আছেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়। তিনি এই প্রসঙ্গে বলেছেন যে, ‘‘আমি একেবারে অবাক। কী হচ্ছে এই সব!’’

    প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে সার্চ-কাম-সিলেকশন কমিটি আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই নামগুলি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। পরে তা আচার্য তথা রাজ্যপালের কাছেও যাবে।

    সূত্রের খবর, আজ, শুক্রবার কলকাতায় কলকাতা এবং সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের ইন্টারভিউ হবে।

  • Link to this news (আনন্দবাজার)