শিয়ালদহ ইএসআই হাসপাতালের মেল সার্জিক্যাল বিভাগে শুক্রবার ভোরে আচমকাই আগুন লাগে। আগুনে দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। তাঁর নাম উত্তম বর্ধন। ক্যানসারে আক্রান্ত ২ জনকে মানিকতলা ESI তে নিয়ে যাওয়া হয়েছে।আগুন লাগার খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ও দমকলের কর্মীরা স্বাস্থ্যকর্মীদের সাহায্যে পুরুষ সার্জিক্যাল বিভাগে ভর্তি থাকা রোগীদের দ্রুত বাইরে বের করে আনেন। রোগীদের অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার ভোর ৫টা নাগাদ হাসপাতালের দোতলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। হাসপাতালের নিরাপত্তা রক্ষীরাই দমকলে খবর দেন। খবর পেয়ে দমকল মন্ত্রী সুজিত বসু ও দমকলের উচ্চ পদস্থ কর্তারা হাসপাতালে পৌঁছন। পৌনে আটটা নাগাদ আগুন আয়ত্তে আসে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, অপারেশন থিয়েটারের সংস্কারের কাজ চলছিল। আগুনে অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ এইচডিইউ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে দমকলের অফিসারদের প্রাথমিক অনুমান।
শিয়ালদহ ইএসআই হাসপাতালে ৮০ জন রোগী ভর্তি ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাঁদের মধ্যে দু'জন ক্যানসার আক্রান্ত। তাঁদের আপাতত মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগুনের কালো ধোঁয়ায় ভর্তি থাকা এক রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। পরে তিনি মারা যান বলে সূত্রের খবর।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো, শুক্রবার হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) বন্ধ থাকবে।