• রাজ্যসড়ক থেকে এখনও খোলেনি তোরণ, গাড়ি চলাচলে সমস্যা
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: দুর্গাপুজো শেষ। বিসর্জনও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। তবে রাজ্যসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলি থেকে এখনও খোলা হয়নি তোরণ। পুরাতন মালদহ শহরের নালাগোলা রাজ্যসড়ক এবং পুরসভাগামী রোডজুড়ে তোরণ না খোলার অভিযোগ উঠেছে। বিশেষ করে ওই শহরের মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে তোরণ এবং পুজো মণ্ডপে বেশি অসুবিধা দেখা দিয়েছে। সেজন্য ওই গুরুত্বপূর্ণ রোডগুলি সংকীর্ণ হয়ে পড়ছে। শহরে যান চলাচলে অসুবিধা দেখা গিয়েছে। এনিয়ে অটোচালকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা নিজেদের সংগঠনে বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেছেন। শহরের পথচারী এবং যাত্রীরা ক্ষোভ উগরে দিয়েছেন। এক শিক্ষক বলেন, প্রতিমা বিসর্জনের পর  থেকে উদ্যোগ নিয়ে তোরণ খুললে সব ফাঁকা হয়ে যেত। কিন্তু সেটা হয় না। শহরে তোরণ এখনও রয়েছে।  


    যদিও শহরের পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, ইতিমধ্যেই তোরণ খোলার কাজ শুরু হয়েছে। খুব দ্রুত সরানো হবে। কর্মীরা কাজ করছেন। তোরণ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন মালদহ বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ রায়ও। তিনি বলেন, রাস্তাগুলিতে এখনও তোরণ থাকায় বাস চলাচলে অসুবিধা হচ্ছে। মালদহ জেলা আইএনটিটিইউসি সভাপতি শুভদীপ সান্যাল বলেন, তোরণ নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব। মালদহ থানার পুলিস জানিয়েছে, আগেই ক্লাবগুলিকে তোরণ খোলার কথা জানানো হয়েছে। আবারও বলা হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)