• নেশার আসরের প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত একাধিক, গ্রেপ্তার ৪
    বর্তমান | ১৮ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: পাড়ায় প্রতিদিন বসে নেশার আসর। বুধবার রাতে ওই নেশার আসরের প্রতিবাদ করতে গিয়ে নেশাগ্রস্তদের হাতে প্রহৃত হলেন একাধিক প্রতিবাদী। বাদ যাননি মহিলারাও। ছুরি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের পেটকাটিতে। বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহতরা। যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ঘটনার কথা অস্বীকার করেছে। তারাও পাল্টা অভিযোগ দায়ের করেছে থানায়। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে। এদিকে, জখমরা অভিযোগ দায়ের করার পর ময়নাগুড়ি থানার পুলিস প্রাথমিক তদন্ত চালিয়ে চার যুবককে বৃহস্পতিবার গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল সুকুমার রায়, বিজয় দাস, প্রসেনজিৎ হালদার ও সঞ্জয় ভুঁইয়া। 


    স্থানীয়দের অভিযোগ, পেটকাটিতে কলাখাওয়া নদীর ধারে প্রতিদিন গাঁজার আসর বসায় এলাকারই কয়েকজন। বুধবার রাতেও নেশার আসর বসেছিল। ১১টা নাগাদ স্থানীয় মহিলারা প্রথমে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। পরে পুরুষরাও আসেন। বাধা আসতেই নেশাগ্রস্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। নেশার আসরে বাইরে থেকেও বেশকিছু যুবক এসেছিল। প্রতিবাদীদের মারধর করার পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। নেশাগ্রস্তদের মধ্যে কয়েকজন গাঁজা কাটার ছুরি নিয়ে হামলা চালায়। এতে প্রতিবাদী চারজন আহত হন। এঁদের মধ্যে জয়ন্ত মণ্ডলের কপালে ছুরির গভীর ক্ষত হয়। প্রত্যেকেই ওই রাতে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান। বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। 


    এদিকে অভিযুক্তদের মধ্যে সঞ্জয় ভুঁইয়া সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে নদীর দিকে যাচ্ছিলেন। সেসময় এলাকার বেশকিছু যুবক তাঁর উপর চড়াও হয়। মারধর করায় তিনিও জখম হন। 


    ওয়ার্ড কাউন্সিলার রিম্পা রায় ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি জানান, পুলিস নিশ্চয় আইন অনুযায়ী পদক্ষেপ করবে। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।  অভিযোগপত্র হাতে থানায় এক আক্রান্ত। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)