• সাতসকালে লরির ধাক্কায় কর্তব্যরত ট্রাফিক গার্ডের মৃত্যু, উত্তেজনা হাওড়ায়
    প্রতিদিন | ১৮ অক্টোবর ২০২৪
  • মনিরুল ইসলাম, হাওড়া: সাতসকালে দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু কর্তব্যরত ট্রাফিক গার্ডের। আহত আরও ১ জন। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেরিয়ায়র কুলগাছিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পলাতক ঘাতক লরির চালক।

    জানা গিয়েছে, মৃতের নাম সোমনাথ রায়। হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা তিনি। উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন তিনি। শুক্রবার সকালে  উলুবেড়িয়ার শ্রীরামপুর মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কে ডিউটিতে ছিলেন সোমনাথ। সাড়ে সাতটা নাগাদ আচমকা ঘটে দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা কোলাঘাটগামী একটি লরি তাঁকে ধাক্কা মারে। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি স্থানীয়রা সোমনাথকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

    এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। অভিযুক্ত লরিচালকের শাস্তির দাবি জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক ঘাতক লরির চালক। তাঁর খোঁজে চলছে তল্লাশি। কর্তব্যরত এই ট্রাফিক গার্ডের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। 
  • Link to this news (প্রতিদিন)