হাসপাতালে ভর্তি জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে যত্নবান হওয়ার নির্দেশ
এই সময় | ১৮ অক্টোবর ২০২৪
অনশনরত অবস্থায় সম্প্রতি হাসপাতালে ভর্তি করতে হয়েছে একাধিক জুনিয়র চিকিৎসককে। তাঁদের স্বাস্থ্য পরিস্থিতির যত্ন নেওয়ার জন্য এ বার রাজ্যের মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের নির্দেশ দিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তাঁদের চিকিৎসার জন্য 'মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড' তৈরির নির্দেশও দিয়েছেন তিনি।ঠিক কী নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব?
রাজ্যের মেডিক্যাল কলেজগুলিকে দেওয়া চিঠিতে তিনি জানান, যে সমস্ত অনশনকারীরা সেখানে ভর্তি হচ্ছেন যথাযথ নিয়ম মেনে তাঁদের চিকিৎসা করতে হবে। এই ধরনের ঘটনায় 'মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড' তৈরি করতে হবে। পাশাপাশি দৈনিক দু'বার করে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে দপ্তরে। যে সব অনশনকারী হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের স্বাস্থ্যের উপর ব্যক্তিগতভাবে নজর রাখতে হবে অধ্যক্ষ এবং MSVP-দের।
আরজি কর কাণ্ডে সুবিচার, হাসপাতালগুলিতে নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে গত ৫ অক্টোবর রাত থেকে ধর্মতলায় আমরণ শুরু করেছিলেন বিভিন্ন মেডিক্যাল কলেজের ৬ জন চিকিৎসক। পরবর্তী সময়ে তাঁদের সঙ্গে অনশন শুরু করেছিলেন আর জি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ২ জুনিয়র চিকিৎসকও অনশন শুরু করেন। পরবর্তীতে এই আমরণ অনশনকারীদের সংখ্যা বেড়েছে উত্তরবঙ্গ এবং ধর্মতলার মঞ্চ মিলিয়ে। রাজ্যজুড়ে প্রতীকী অনশন করছেন বহু সিনিয়র চিকিৎসকও।
ইতিমধ্যেই অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, তনয়া পাঁজা-সহ আরও অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই প্রেক্ষাপটে স্বাস্থ্যসচিবের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ দিকে ১০ দফা দাবি পূরণের জন্য ‘আমরণ অনশন’-এর সিদ্ধান্তে অনড় জুনিয়র চিকিৎসকরা। শনিবার সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত 'ন্যায় বিচার যাত্রা'-র ডাক দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সাধারণ মানুষকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান ধর্মতলায় অনশনরত জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি এ দিন তাঁরা বলেন, ‘১০ দফা দাবি মেনে নিতে এত কষ্ট হয়? আমরা জানি আমাদের দাবি ন্যায্য।’