• ত্রাণ চুরির অভিযোগে পাঁশকুড়ায় তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূলই
    হিন্দুস্তান টাইমস | ১৮ অক্টোবর ২০২৪
  • তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগে বিক্ষোভ দেখাল তৃণমূলই। বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলদ্বারি ঘটনা। স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের দাবি, সরকারি স্কুলে মজুত রাখা ত্রাণ রাতের অন্ধকারে তালা খুলে পাচার করছে দলেরই একাংশ। এতে বিডিও-ও যুক্ত বলে দাবি তাঁদের।

    নিম্নচাপের জেরে বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়েছিল পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন গিয়েছিলেন মঙ্গলদ্বারি গ্রামেও। সেখানে বন্যাপরিস্থিতি দেখার পর ৩ ট্রাক ত্রাণ বণ্টনের নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েকদিনের মধ্যে সেখানে পৌঁছে যায় গাড়ি ভর্তি ত্রাণ। এর পর সেই ত্রাণ প্রশাসনের তরফে স্থানীয় মঙ্গলদ্বারি জুনিয়র হাই স্কুলে মজুত রাখা হয়।

    স্থানীয় তৃণমূলের একাংশের অভিযোগ, গত কয়েকদিন ধরে স্কুলের তালা খুলে সেই ত্রাণ পাচার করছে দলেরই কিছু নেতা। আর এই চক্রে যুক্ত রয়েছেন বিডিও।

    স্থানীয় তৃণমূল নেতা শেখ মুজিবুর রহমান বলেন, রাতের অন্ধকারে স্কুলের তারা খুলে কয়েকজন ব্যক্তি ত্রাণ পাচার করছে। এর পিছনে বিডিওর মদত রয়েছে। আমরা বিডিওর পদত্যাগ দাবি করছি। স্থানীয় এক তৃণমূল কর্মী বলেন, এতদিনে এই ত্রাণ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু তৃণমূলের একাংশ সেই ত্রাণ স্কুলে লুকিয়ে রেখে রাতের অন্ধকারে পাচার করছে। তবে এই ঘটনার কথা জানা নেই বলে জানিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব। ব্লক তৃণমূলের এক নেতা জানান, খোঁজ নিয়ে তার পর জানাব।

    তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ নতুন নয়। আমফান ঘূর্ণিঝড়ের পর ক্ষতিপূরণের টাকা নিয়ে নয়ছয় হয়েছে বলে স্বীকার করে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর ৪ বছর কাটলেও তৃণমূল যে তৃণমূলেই আছে তা বুঝিয়ে দিল পাঁশকুড়া।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)