১০ দফা দাবিতে ধর্মতলার অনশনমঞ্চে ‘আমরণ অনশন’ চালিয়ে যাচ্ছেন সাত জন জুনিয়র ডাক্তার। শুক্রবার তাঁদের অনশনের চতুর্দশতম দিন। এর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও ‘আমরণ অনশন’ চালাচ্ছেন এক জুনিয়র ডাক্তার। শিলিগুড়ির অনশনমঞ্চের দ্বাদশতম দিন। অনশনে থাকতে থাকতে সকলেই কমবেশি দুর্বল হয়ে পড়েছেন। রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী মঙ্গলবারই ধর্মতলার অনশনমঞ্চে যোগ দিয়েছেন। ১০ দফা দাবির সমর্থনে বৃহস্পতিবার ‘গণস্বাক্ষর সংগ্রহ’ করেন জুনিয়র ডাক্তারেরা। এ বার ডাক দেওয়া হল ‘ন্যায়বিচার যাত্রার’।
তবে জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচিতে নির্যাতিতার বাবা-মা যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, মেয়ের জন্য বিচার চেয়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত নিজেদের বাড়ির সামনেই মঞ্চ বেঁধে ধর্নায় বসেছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। জানিয়েছিলেন, চাইলে যে কেউ ওই ধর্নামঞ্চে যেতে পারেন।