আগামী সোমবার উলুবেড়িয়ায় মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল বিজেপি। তাদের দাবি, সেই মতো পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। মামলা ওঠে বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চে। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি শুভেন্দুকে মিছিলের অনুমতি দিয়েছেন। তবে কয়েকটি শর্তও দিয়েছে হাই কোর্ট।
আদালত জানিয়েছে, মিছিল শেষে সভায় যাতে দু’হাজারের বেশি লোকের জমায়েত না হয়। জাতীয় স়ড়কেও কোনও রকম যানজট করা যাবে না।