শিয়ালদা ডিভিশনে স্টেশনে ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ড? জানুন খাঁটি খবর
আজ তক | ১৯ অক্টোবর ২০২৪
শিয়ালদা ডিভিশনে ট্রেনের সময় নিয়ে যাত্রীদের বিস্তর ক্ষোভ। নিত্যযাত্রীদের অভিযোগ, কোনওদিনই সময়ে চলে না লোকাল ট্রেন। শনি-রবিবার তো আরও সমস্যা। রেলের কোনও না কোনও কাজ লেগেই রয়েছে। এর মধ্যেই খবর এল, সময় বাঁচাতে প্রতিটি স্টেশনে ৩০ সেকেন্ড করে দাঁড়াবে ট্রেন। এনিয়ে শোরগোল পড়ে গিয়েছে যাত্রীমহলে? সত্যিই কি ৩০ সেকেন্ডের জন্য দাঁড়াবে লোকাল ট্রেন? শুক্রবার রাতে স্পষ্ট করে দিল পূর্ব রেল।
বাংলা তো বটেই পূর্ব ভারতেরই ব্যস্ততম স্টেশন শিয়ালদা। সারাদিন ধরে প্রচুর যাত্রীর চাপ। শহর ও শহরতলি থেকে মানুষ আসেন ট্রেনে। অফিস টাইমে ট্রেনে ওঠা দায়। সেই শিয়ালদা ডিভিশনেই লোকাল ট্রেনের সময় নিয়ে যাত্রীদের অভিযোগ অন্তহীন। সেই কারণেই নাকি শিয়ালদা ডিভিশনের ডিভিশনাল অপারেশনস ম্য়ানেজারের তরফে জানানো হয়েছে, ৩০ সেকেন্ডের বেশি দাঁড়াবে না ট্রেন। ৩০ সেকেন্ড স্টেশনে ট্রেন দাঁড়ালে ভিড় ঠেলে যাত্রীরা উঠবেন কখন, আর নামবেনই বা কখন! আর নতুন জমানার বৈদ্যুতিক রেক শুরু থেকেই জোরে চলতে শুরু করে। দুর্ঘটনা ঘটনার প্রবল সম্ভাবনা।
যাত্রীদের উৎকণ্ঠার নিরসন করল রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করার যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। লোকাল ট্রেনে যাত্রীরা ওঠানামা করার জন্য যে সময় পেতেন ভবিষ্যতেও সেই সময়ই পাবেন'।
রেল বিবৃতি দিয়ে জানাল, সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের স্টপেজ সময় কমিয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে বলে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। এই তথ্য সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর। যাত্রীদের কাছে অনুরোধ,অপপ্রচারে বিশ্বাস করবেন না। বিভ্রান্ত হবেন না। লোকাল ট্রেনগুলি আগের মতোই প্রতিটি স্টেশনে তাদের নির্ধারিত সময়ের জন্য দাঁড়াবে। যাত্রীদের ওঠানামার জন্য পর্যাপ্ত সময় থাকবে। যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বদ্ধপরিকর পূর্ব রেল। যাত্রীদের অনুরোধ, ধৈর্য ও সতর্কতার সঙ্গে ট্রেনে ওঠানামা করুন। গুজবে কান দেবেন না। পূর্ব রেলের লোকাল ট্রেনের স্টপেজের সময় যেমন ছিল, তেমনই থাকবে'।