• 'সরকারি-বেসরকারি সব জায়গায় ধর্মঘট, দায় মুখ্যমন্ত্রীর', সময় বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা
    আজ তক | ১৯ অক্টোবর ২০২৪
  • রাজ্যে ফের চিকিৎসক ধর্মঘটের আবহ। জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের যৌথ বৈঠকের পর চিকিৎসকেরা সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। শুক্রবারের বৈঠকের পর জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তাদের দাবি মানা না হলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অচল হতে পারে। দেবাশিস হালদার বলেন, “আমাদের দাবি সোমবারের মধ্যে মেনে নিতে হবে। মুখ্যমন্ত্রী যদি পদক্ষেপ না নেন, তবে মঙ্গলবার থেকে সর্বাত্মক ধর্মঘটে যেতে আমরা বাধ্য হব।”

    বৈঠকে সিনিয়র ডাক্তাররাও জুনিয়রদের পাশে থাকার বার্তা দিয়েছেন। উল্লেখ্য, সাম্প্রতিককালে চিকিৎসকদের বিভিন্ন দাবি নিয়ে অসন্তোষ ক্রমশ বাড়ছে। এর আগে বিভিন্ন সময়ে তারা নিজেদের সমস্যার কথা রাজ্য সরকারকে জানিয়েছিলেন। কিন্তু তা নিয়ে কোনও সদুত্তর না মেলায় ডাক্তারদের মধ্যেও অসন্তোষ ছড়িয়েছে। এবার ধর্মঘটের হুঁশিয়ারি চিকিৎসকদের দাবির পক্ষে নতুন চাপ সৃষ্টি করবে।

    বিস্তারিত আসেছে...

     
  • Link to this news (আজ তক)