তাঁদের মতে, গত ৯ অগাস্টের ঘটনা শহর কলকাতাকে আলোড়িত করলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর কোনও প্রভাব এখনও পর্যন্ত গ্রামে নেই। আর আসন্ন উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কারা? জি চব্বিশ ঘণ্টায় জোড়াফুলের সম্ভাব্য প্রার্থীতালিকা। সিতাইয়ে প্রার্থী হতে পারেন সঙ্গীতা বসুনিয়া। নৈহাটিতে তৃণমূল প্রার্থী হতে পারেন সনত্ দে। মেদিনীপুরে প্রার্থী হতে পারেন সুজয় হাজরা। তালডাঙরায় প্রার্থী হতে পারেন অনুসূয়া রায়। হাড়োয়াতে প্রার্থী হতে পারেন প্রয়াত হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। উত্তরবঙ্গের দুই আসন থেকে স্থানীয় দু'জনকে প্রার্থী করা হতে পারে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নৈহাটি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। হাড়োয়া থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। মেদিনীপুর থেকে জয়ী হয়েছিলেন ঘাসফুল শিবিরের জুন মালিয়া। বাঁকুড়ার তালডাংরা থেকে জয়ী হন তৃণমূলের অরূপ চক্রবর্তী। সিতাই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ অক্টোবর মনোনয়ন জমা দেওয়া শেষে ২৮ অক্টোবর তা খতিয়ে দেখা হবে এবং ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সময় দেওয়া হবে প্রার্থীদের। এদিকে ছয় বিধানসভার উপভোট মাঠে নামার আগেই, ম্যাচের রেজাল্ট ছয়-শূন্য হবে বলেই দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।