• নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগ আক্রান্ত যুবতী, পরে পুকুরে ভেসে উঠল...
    ২৪ ঘন্টা | ১৯ অক্টোবর ২০২৪
  • শ্রীকান্ত ঠাকুর:  বুধবার গভীর রাত থেকে নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগ আক্রান্ত এক যুবতীর মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে এক কিলোমিটার দূরে। একটি পুকুরের মধ্য থেকে পাওয়া যায় তার দেহ। মৃত যুবতীর নাম তুলি বর্মন, বয়স ২৫ বছর। বাড়ি বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রামে। এদিন সকাল ১১ টা নাগাদ চকঘটক গ্রামে সরকারি জলপ্রকল্পের পাশে একটি পুকুর থেকে পচা-গলা মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা।

    এরপর খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। তড়িঘড়ি পুলিস এসে মৃতদেহ উদ্ধার করেছে। মৃত এই যুবতীর মৃগী রোগ ছিল বলে দাবি পরিবারের। বুধবার গভীর রাত থেকে নিখোঁজ হয়ে যান। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন পরিবারের লোকজন খোঁজখবর করলেও তার কোনও সন্ধান করতে পারেননি। সাধারণত তুলি বর্মন খুব বেশি বাইরে যাতায়াত করতেন না। তাই বুধবার গভীর রাতে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর চিন্তিত হয়ে পড়েন তার পরিবার সদস্যরা। 

    কিন্তু দীর্ঘ সময় খোঁজখবর করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকালে চকঘটক গ্রামের একটি পুকুরে তুলি বর্মনের মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। এরপর খবর দেওয়া হয় পরিবারকে এবং পুলিসকে। কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিস। তবে পরিবারের সদস্যদের দাবি, তার মৃগী রোগ ছিল যে কারণে পুকুরে পড়ে গিয়ে থাকতে পারে। তবে পুকুরের চারিদিকে নেট দেওয়া ছিল তারপরেও মৃতদেহ কি করে নেটের পিছন দিকে গেছে তা নিয়ে সন্দেহ রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।

  • Link to this news (২৪ ঘন্টা)