• কৃষ্ণনগরকাণ্ডে তদন্তকারী অফিসার বদল, মৃতার ফেসবুকে…একনজরে কিছু আপডেট
    হিন্দুস্তান টাইমস | ১৯ অক্টোবর ২০২৪
  • আরজি কর কাণ্ডের মধ্যেই কৃষ্ণনগরকাণ্ড ঘিরো নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা ঘটনা ঘিরে নানান প্রশ্ন উঠছে। এরই মাঝে এই ঘটনায় বদল হয়েছে তদন্তকারী অফিসার। সাব ইন্সপেক্টর সুমিত দেকে এই ঘটনার তদন্ত থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর পদ মর্যাদার কৌশিক সাউকে। এদিকে, ঘটনার দিন ধৃত রাহুল বসুর 'লোকেশন' কৃষ্ণনগরেই ছিল বলে পুলিশ সূত্রের খবর। এই গোটা ঘটনা থেকে কী কী আপডেট উঠে এল দেখা যাক।

    রিপোর্ট অনুযায়ী, পুলিশ সূত্রের দাবি, মঙ্গলবার ঘটনার দিন কৃষ্ণনগরেই ছিলেন রাহুল বসু। যিনি নির্যাতিতার প্রেমিক হিসাবে উল্লেখিত হচ্ছেন। তদন্তে সূত্র ধরে জানা যাচ্ছে, ঘটনার দিন রাতে দুজনের মধ্যে বেশ কিছুটা বচসা হয়। সেই অশান্তির জেরেই কি এই মৃত্যু? প্রশ্ন থেকে যাচ্ছে। সূত্রের খবর, নির্যাতিতার সঙ্গে তাঁর প্রেমিকের বচসার সূত্রপাত তৃতীয় ব্যক্তিকে নিয়ে। ধৃত যুবক পুলিশের কাছে জানিয়েছে, ঘটনার দিনই তাদের ব্রেক আপ হয়। বেশ কিছু রিপোর্টের দাবি ‘লোকেশন' অনুযায়ী সেই গোটা দিনে রাহুল কৃষ্ণনগরেই ছিলেন। দু'জনের দেখা হয়নি, কথা হয়েছিল ফোনে। ফোনেই সেদিন সম্পর্ক ছিন্ন করে রাহুল বলে খবর। গোটা ঘটনায় সামনে আসছে রাহুলের এক বান্ধবীর প্রসঙ্গও। 

    তরুণীর ফেসবুকে লেখা ‘ম্যারেড’:-

    এদিকে, দেখা যাচ্ছে, গত ২৫ জুন ওই নাবালিকা তাঁর ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস পাল্টে দেন। সেখানে লেখা ছিল ‘ম্যারেড উইথ..’। ফোনে প্রেমিকের নম্বর সেভ ছিল ‘হাসব্যান্ড’ নামে। প্রশ্ন উঠছে, তাঁদের কি গোপনে বিয়ে হয়েছিল?

    পুলিশ কী বলছে?

    এদিকে, এক প্রথমসারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, ময়না তদন্ত যে সমস্ত চিকিৎসক করেছেন, তাঁদের সঙ্গে কথা বলে এখনও পর্যন্ত যৌন নিগ্রহের কিছু সামনে আসেনি, শরীরের বাইরেও কোনও আঘাতের চিহ্ন নেই, রিপোর্টে হাতে পেলে আরও কিছু জানা যাবে। পুলিশ বলছে, তরুণীর দেহ যেখানে উদ্ধার হয়েছে সেখানেই অগ্নিদগ্ধ হয়েছিলেন তিনি। ঘটনাস্থল থেকে যে বোতল উদ্ধার হয়েছে তাতে কেরোসিনের মতো কোনও দাহ্য তরল ছিল। সেই তরল কে কোথা থেকে জোগাড় করল তা জানার চেষ্টা চলছে। এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় শহরের একাধিক এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার দিন কৃষ্ণনগর কলেজ মাঠে ছিলেন ওই তরুণী। দেখা যায় তিনি পুজো মণ্ডপেও গিয়েছিলেন। এরপর কী হয়, তা নিয়েই রয়ে গিয়েছে বহু প্রশ্ন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)